মেনু নির্বাচন করুন

প্রধান শিক্ষক



বিসমিল্লাহর রাহমানির রাহিম । সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামীনের জন্য দরুদ ও সালাম শেষ নবী মুহাম্মদ (স:) এর প্রতি, যার আদর্শ বাস্তবায়ন করা  শিক্ষা প্রতিষ্ঠানের মূল্ লক্ষ্য।

সবাইকে www.tjamhs.edu.bd সাইটে স্বাগতম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদের বিদ্যালয়ের জন্য একটি স্মার্ট ওয়েব সাইট করতে পেরেছি এইজন্য আল্লাহর কাছে শোকরিয়া জানাই। 

একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর তথা ডিজিটালাইজড না হলে আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় শুধু পিছিয়েই পড়বে না, নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতেও ব্যর্থ হবে। সঙ্গত কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক হওয়া এখন সময়ের দাবী। 

সময়ের দাবী ও প্রয়োজনীয়তাকে আমরা অস্বীকার করতে পারি না। তাই আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য প্রযুক্তির সেবাকে তাদের দোরগোড়ায় নিয়ে যেতে ওয়েব সাইট অগ্রণী ভূমিকা পালন করবে নি:সন্দেহে। 

ওয়েব সাইটটিতে প্রতিনিয়ত তথ্য আপডেট করা হচ্ছে। একইসাথে এর উন্নতিকরণ (Developmental Process) প্রক্রিয়া চলমান রয়েছে। অংশীজনদের কাছ থেকে যেকোন ইতিবাচক পরামর্শ আমরা শ্রদ্ধার সাথে বিবেচনা করে শিক্ষার মানোন্নয়নে গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। 

 

 

মোঃ এনামুল হক

প্রধান শিক্ষক 

তারুন্দিয়া জগৎ মেমুরিয়াল উচ্চ বিদ্যালয়।